প্রকাশিত: Mon, Apr 1, 2024 11:31 AM আপডেট: Mon, Jan 26, 2026 9:38 AM
[১]বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, বিদেশে পাঠানোর দাবি আবারও
সালেহ্ বিপ্লব: [২] শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার দিবাগত রাত ২টা ৫৪ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পর্যবেক্ষণের জন্যে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ কথা জানান।
[২.১] শনিবার দিবাগত রাত ১২টার পর পরই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটে। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, আমরা আগেও বলেছি, সাবেক প্রধানমন্ত্রীকে সঠিক চিকিৎসা দিতে হলে বিদেশে বিশেষায়িত হাসপাতালে নিতে হবে।
[৪] তিনদিন আগেও গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যার পর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হয়েছিলো। তবে তখন তাকে হাসপাতালে নেওয়ার দরকার হয়নি।
[৫] তার আগে গত ১৩ মার্চ বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো। পরদিন তিনি বাসায় ফেরেন।
[৬] এর আগে পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।
[৭] এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা করান দুর্নীতি মামলায় দণ্ডিত ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
[৮] ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ার পর থেকেই চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন। বিএনপি চেয়ারপারসনের পরিবারও বিভিন্ন সময়ে সরকারের কাছে অনুমতি চেয়ে আসছে। গত ২৭ মার্চ তার মুক্তির মেয়াদ আরো ৬ মাস (অষ্টম বারের মতো) বাড়ানো হয়েছে, কিন্তু বিদেশ নেওয়ার অনুমতি মেলেনি।
[৯] সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতির মামলায় সাজা স্থগিত করার শর্তে খালেদার মুক্তি হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই।
[১০] ২০২০ সালে কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পর থেকে বিএনপি চেয়ারপারসন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সম্পাদনা:সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট